ঢাকা: তিব্বতের মাউন্ট এভারেস্টে তুষারঝড়ের কারণে আটকে পড়েছেন অন্তত এক হাজার মানুষ। এর মধ্যে ৩৫০ জনের বেশি অভিযাত্রীকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও শত শত মানুষ পাহাড়ে আটকা পড়ে আছেন।সোমবার (৬ অক্টোবর) আল জাজিরার খবরে জানানো হয়, উদ্ধার হওয়া অভিযাত্রীদের চীনের কুদাং শহরে নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ২০০ জন এখনও ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি অবস্থায় এভারেস্টেই আটকা রয়েছেন এবং তারা জরুরি সহায়তার অপেক্ষায় আছেন।বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের অন্যতম প্রধান পথ তিব্বতের টিংরি অঞ্চলে অস্বাভাবিকভাবে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় দেখা দেয়।চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে জানানো হয়, আটকে পড়া অভিযাত্রীদের উদ্ধারে স্থানীয় সরকারের তত্ত্বাবধানে উদ্ধারকর্মীরা ধাপে ধাপে অভিযান পরিচালনা করছে। তবে ঠিক কতজন স্থানীয় গাইড ও সহায়ক কর্মী এখনো আটকে রয়েছেন, সে...