কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে হু হু করে বাড়ছিল তিস্তা নদীর পানি। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও বেলা ১২টায় ৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বিকাল ৩টায় ওই পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। অস্বাভাবিক পানি বাড়তে থাকায় নদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সন্ধ্যা ৬টায় উপজেলার নিম্নাঞ্চলের বাসীন্দাদের সতর্ক করে মাইকে প্রচারণা চালানো হয়। নদীর গর্জনে একরকম বিপাকে পড়েন নদী তীরের বাসিন্দারা। সরেজমিন ও মোবাইল ফোনের মাধ্যমে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানির অস্বাভাবিক বৃদ্ধির তথ্য আসতে থাকে। সর্বশেষ রাত ১২টায় সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার পানি...