০৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের শমসের উদ্দিন ভুইয়া বাড়ির মাস্টার সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা মো. সাইফুল ইসলাম ভূইয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সুরাহা বা বিচার হয়নি। ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত গভীর রাতে সাইফুল ইসলামের ঘরে অজ্ঞাতভাবে আগুন ধরিয়ে দেয়। তখন পূজা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন আগুন দেখে চিৎকার করলে সাইফুলের ভাই এমদাদুল হক ঘুম থেকে জেগে আগুন দেখতে পান। তিনি আশপাশের লোকজনকে ডাকলে সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে ঘরের অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে যায়। এমদাদুল হক জানান, আমার ভাই সাইফুল...