নাটোরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল মো. ফজলে নাঈম জনি (২৯) মারা গেছেন। তিনি পাবনায় কর্মরত ছিলেন। সোমবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনা জেলা পুলিশের নায়েক মো. রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় কনস্টেবল নাঈমের মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে...