নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিখোঁজ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল জানান, শনিবার (৪ অক্টোবর) ম্যানেজার খালেদ সাইফুল্লাহ ফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। পরদিন রোববার তিনি প্রথমে দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ এবং পরে করপোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা উত্তোলন করেন। টাকা সংগ্রহ শেষে আনসার সদস্য মাহবুব এবং চালক ইসমাইল হোসেনের সঙ্গে প্রাইভেটকারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাটির পর মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে...