এনসিপি বলে এদেশে কিছু থাকবে না মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। আজ সোমবার (০৬ অক্টোবর) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন। ইলিয়াস হোসেন বলেন, “আমি তো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন। এখন কাঁদেন কেন?” তিনি আরও বলেন, “এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত-বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।” ইলিয়াস হোসেন বলেন, “আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে...