নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে—এমন আন্তর্জাতিক সংবাদকে “বানোয়াট ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে হামাস নেতা মাহমুদ মারদাউই বলেন,“যুদ্ধবিরতি ও অস্ত্র হস্তান্তর নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা জনমত বিভ্রান্ত করার ষড়যন্ত্র। হামাস কোনো আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিরস্ত্রীকরণে সম্মত হয়নি।” তিনি গণমাধ্যমকে যাচাই ছাড়া খবর না ছড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি নিয়ে ২০ দফা একটি পরিকল্পনা দেন, যাতে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠন অন্তর্ভুক্ত ছিল। যদিও হামাস...