গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরোধী দাবিতে ইউরোপের বিভিন্ন বৃহৎ শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিল করেছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগালসহ কয়েকটি দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে শনিবার বিক্ষোভের ডাক কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের আহ্বান জানানো হয় গাজায় ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর ইসরায়েল কর্তৃক আটক হওয়ার পর। গাজার অবরোধ ভাঙার চেষ্টায় বার্সেলোনা থেকে রওনা দেওয়া এই নৌবহরটি ভূমধ্যসাগরেই ইসরায়েলি বাহিনী আটক করে। আটককৃত ৪৫০ জনের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক রয়েছেন, যাদের মধ্যে বার্সেলোনার সাবেক মেয়রও আছেন। গত শুক্রবার ইতালিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একদিনের সাধারণ ধর্মঘটে ২০ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। গত কয়েক সপ্তাহে স্পেনে ফিলিস্তিনি সমর্থন বাড়ছে এবং দেশটির সরকার...