দেশের ব্যবসা-বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা কমছে না ব্যবসায়ীদের। গ্যাসসংকট, ডলারসংকট, ব্যাংকের সুদহার বৃদ্ধি, রাজনৈতিক সংকট, শ্রম আইন সংস্কার নিয়ে অস্থিরতা-সব মিলিয়ে বিনিয়োগ পরিবেশে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা।নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। পুরোনো বিনিয়োগও পড়ছে ঝুঁকিতে। মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলায়ও নানান জটিলতা তৈরি হয়েছে। ব্যাংকের সুদহার সম্প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। উদ্যোক্তারা বলছেন, এ সুদে কোনো ব্যবসা টেকসইভাবে চালানো সম্ভব নয়। নতুন বিনিয়োগ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে না। সংকট শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় আস্থার পরিবেশও তৈরি হচ্ছে না বলে মনে করছেন তাঁরা। অনেক ব্যস্ত কারখানা এখন আংশিকভাবে বন্ধ। কোথাও উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। ব্যবসায়ীদের সংগঠনগুলোর মতে রাজনৈতিক অনিশ্চয়তাও এ সংকট বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অভ্যন্তরীণ নানান প্রতিকূলতা কাটিয়ে উঠতে...