স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিডনির ইনার ওয়েস্টে ঘটেছে এ ঘটনা। হামলাকারী বৃদ্ধকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় একটি ফোনকল আসে পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিজের বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায় বন্দুকধারী এক ব্যক্তি। এ অবস্থায় পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার রাইফেলটিও জব্দ করে পুলিশ। আরও পড়ুনইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত ৪৯, আহত শতাধিকজো আজার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার ওপারে কাজ করার সময় তিনি এমন শব্দ শুনতে পান, যেন কেউ আতশবাজি করছে।দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে আজার বলেন, সবকিছু এত...