নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন হলে প্রতিযোগিতা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। সোমবার (তারিখ না উল্লেখ) বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সবসময়ই প্রতিযোগিতামূলকভাবে অংশ নেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, মনোনয়ন প্রক্রিয়া নিয়ে যে অভিযোগগুলো আসে — পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, কিংবা পারিবারিক বিবেচনা — বিএনপি কখনোই এসব বিবেচনায় নির্ধারন নেয়নি। তিনি জানান, দলের মনোনয়ন কৌশলের প্রধান ভিত্তি হবে সেই ব্যক্তি স্থানীয় জনজীবন ও সমস্যা সম্পর্কে সচেতন এবং এলাকার মানুষের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। “আমরা এমন কাউকে মনোনয়ন দেব যিনি ওই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন — তরুণ, নারী, মুরুব্বি, ছাত্র-ছাত্রী সবার সঙ্গে। যার প্রতি জনগণের সমর্থন আছে এবং যিনি সেটা ধরে রাখতে পারবেন।” তাঁর...