মাদারীপুরের শিবচর উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসাতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় (Ministry of Islamic Affairs, Dawah and Guidance)–এর বাংলাদেশস্থ রিলিজিয়াস অ্যাটাশে অফিস ও সৌদি দূতাবাস, বাংলাদেশ। রোববার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ১৫ পাড়া এবং ৩০ পাড়ার ওপর দুইটি বিভাগে প্রতিযোগিতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। হাফেজ ক্বারী মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান। এই পবিত্র কিতাবের হিফজ ও প্রচারের মাধ্যমে আমরা ইসলামের সত্য বার্তা সমাজে ছড়িয়ে দিতে পারি। তরুণ প্রজন্মের...