আজ সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের তালিকায় এবার যুক্ত হবে নতুন কিছু নাম। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি-এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় নোবেল। এবারের নোবেল ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এরপর মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম জানানো হবে। সবশেষে আগামী ১৩ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। নোবেল পুরস্কারের উদ্যোক্তা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী। বিজয়ীরা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় এক কোটি ২০ লাখ ডলার) অর্থ, ১৮ ক্যারেট...