আন্তর্জাতিক বিরতির আগে গতকাল সেভিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলেছে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি তারকা লামিনে ইয়ামাল। ইয়ামালহীন বার্সেলোনা সেভিয়ার কাছে ৪–১ গোল ব্যবধানে হেরেছে। এদিকে ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। ইতিমধ্যে ইয়ামালকে ছাড়া খেলতে নেমে কাল সেভিয়ার কাছে ৪–১ গোলে হেরেছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে বার্সার এই তারকা। তাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইয়ামালের ফেরা নিয়েও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের দুশ্চিন্তা ছিল স্পষ্ট। স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে ইয়ামালকে পাওয়া যাবে কি না, তা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন কোচ হান্সি ফ্লিক। প্রতিভাবান এই উইঙ্গারের বর্তমান শারীরিক অবস্থা বোঝাতে ফ্লিক বলেছেন, ‘ভালো নয়।’ এর আগে গত সেপ্টেম্বরে বিশ্বকাপ...