বিনোদনের ঝলমলে দুনিয়ায় সবার চোখ পড়ে গ্ল্যামার, তারকা আভা আর জনপ্রিয়তার দিকে। কিন্তু এই চকচকে পর্দার আড়ালে যারা নীরবে নিজেদের কাজ দিয়ে অভিনয়ের সংজ্ঞা বদলে দেন, তাদের একজন নিঃসন্দেহে সঞ্জয় মিশ্র। আজ সেই অনন্য প্রতিভাধর অভিনেতার জন্মদিন। ছবি: অভিনেতার ফেসবুক থেকে ১৯৬৩ সালের এই দিনে ভারতের বিহারের দরভাঙ্গায় সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মচারী, যিনি চাইতেন ছেলে স্থায়ী চাকরি করুক। কিন্তু সঞ্জয়ের মন পড়ে ছিল অভিনয়ের দুনিয়ায়। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে প্রশিক্ষণ শেষে শুরু হয় তার যাত্রা, যা সহজ ছিল না মোটেই। সঞ্জয় মিশ্র নামটি উচ্চারণ করলেই মনে পড়ে যায় সেই মানুষটির কথা, যিনি চরিত্রে ঢুকে যান এমনভাবে যে আমরা তাকে আর ‘অভিনেতা’ নয়, চরিত্র হিসেবেই দেখি। হোক তা ‘আঙ্কেল’ সিনেমার...