দেশের বর্তমান প্রেক্ষাপটে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার স্ত্রী-কন্যা বা পরিবারের অন্য সদস্যদের রাজনীতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (৬ অক্টোবর) সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে খালেদা জিয়া সরাসরি নির্বাচনে অংশ নেবেন কি না— এই বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা অনেকাংশেই নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার ওপর। খালেদা জিয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের (খালেদা জিয়ার) কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতিটি সংগ্রামে অবদান রেখেছেন। যতবার গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, প্রতিবার তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি অসুস্থ। মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল তাকে, চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। একজন সুস্থ মানুষ জেলে...