একাত্তর সালটা বাংলাদেশে মেয়েদের জন্য ছিল চরম দুর্দশাপূর্ণ। পাকিস্তানি হানাদাররা হিন্দু-মুসলমান-নির্বিশেষে মেয়েদের ওপর অত্যাচার চালিয়েছে।রাষ্ট্র তাদের লেলিয়ে দিয়েছিল। ছাড়পত্র দিয়ে দিয়েছিল যা ইচ্ছা তা-ই করার। তারা সেটা করেছেও। রাষ্ট্রীয় সমর্থনে ক্ষমতাবান হয়ে হত্যা, অস্থাবর সম্পত্তি লুণ্ঠন এবং ধর্ষণ সমানে চালিয়েছে। এখন তো পাকিস্তান নেই, এখন তো আমরা স্বাধীন, বাঙালিই শাসন করছে বাঙালিকে। তাহলে এখন কেন মেয়েরা এভাবে নির্যাতিত হচ্ছে? পাচার হচ্ছে ভারতে, জীবিকার অন্বেষণে মধ্যপ্রাচ্যে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে যেখানে-সেখানে, আত্মহত্যা করছে যখন-তখন, আটকা পড়ছে বাল্যবিবাহের ফাঁদে? কারণটা আমাদের অজানা নয়। কারণ হচ্ছে পাকিস্তান বিদায় হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতাগুলো বিদায় হয়নি, পরিবর্তিত পরিস্থিতিতে ফিরে আসার পাঁয়তারা করছে।পাকিস্তানের প্রেতাত্মা এখনো আমাদের পিছু ছাড়েনি— এমন কথা যাঁরা বলেন, তাঁরা মোটেই মিথ্যা কথা বলেন না। কিন্তু তাঁদের বেশির ভাগই প্রেতাত্মাটাকে...