গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া আরও মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে। এসব অভিযোগ রবিবার (৫ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে কর্মীদের প্রতি আচরণের বিষয়ে বাড়তে থাকা নজরদারিকে আরও তীব্র করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রবিবার ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ফিরে এসে ইতালীয় কর্মী চেসারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকরভাবে আচরণ করা হয়েছে... সেনাবাহিনীর পর আমাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে হয়রানি করা হয়েছে।’ ইতালীয় সংবাদ সংস্থা আএনএসএ এই তথ্য জানিয়েছে। ফ্লোটিলায় থাকা অন্যান্য কর্মীদের সঙ্গে মিলানের মালপেনসা বিমানবন্দরে পৌঁছেছিলেন ইতালির ইসলামিক কমিউনিটিস ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম। তিনি ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরা-কে বলেন, ‘তারা আমাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। আমাদের দিকে অস্ত্র তাক করেছে।’ শনিবার রাতে ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছেছিলেন ইতালীয় সাংবাদিক...