ঢাকা: রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে তা মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তা তিনি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে এক ভাষণে দেন।রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাস্কায় শীর্ষ বৈঠকের মাত্র দুই মাসের মধ্যেই রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরায় তিক্ত হয়ে উঠেছে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ অভিযোগ করছে, ড্রোনগুলো ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ইউক্রেনকে সরাসরি রাশিয়ার ভেতরে হামলার জন্য টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের শান্তি প্রতিষ্ঠার ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করে রাশিয়াকে ‘কাগজে বাঘ’ আখ্যা দেন। ট্রাম্প বলেন, ইউক্রেন দমন করতে না পেরে রাশিয়া নিজের দুর্বলতা...