দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত, পারিবারিক ও রাজনৈতিকভাবে কঠিন সময় পার করা তারেক রহমান বিবিসি বাংলার কাছে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে দেশের আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতি এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নানা সমসাময়িক বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। আগামী নির্বাচন, নির্বাচনী সরকার গঠন, খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা, জামায়াত প্রসঙ্গ ও দলের নমিনেশন প্রক্রিয়া—এই ২৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বিএনপির স্পষ্ট বার্তা দিয়েছেন। বিবিসি বাংলা: আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন। সে সময়ের হত্যাকাণ্ডের কথা বলছিলেন। সেই জুলাই গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনাদের বা বিএনপির অবস্থানটা কী আসলে? তারেক রহমান: দেখুন, আমি ১৭...