বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ বা অন্য যেকোনো দল যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। তিনি বলেন, অন্যায়কারীর বিচার হতে হবে।সেটি ব্যক্তি হোক বা দল। এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়ের কথা এবং আইনের কথা। বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ‘জুলাই গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনাদের বা বিএনপির অবস্থান কী’, ‘যারা অপরাধী তাদের বিচার, আওয়ামী লীগ তাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারা না পারা’ এবং ‘দলটি রাজনীতি করতে পারবে কিনা, সে বিষয়ে বিএনপির অবস্থান’ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে তারেক রহমান বলেন, আমি ১৭ বছর যাবত প্রবাসে আছি। তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় আমার ওপর শারীরিক নির্যাতন হয়েছিল, এরপর চিকিৎসার জন্য আমি বিদেশে আসি। আমি...