বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নানা সময় নানা বিষয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সেগুলো পূর্ণাঙ্গরূপে বাংলাদেশের মানুষ শুনতে পারত না, পড়তে পারত না।কেননা, তার কথাগুলো দেশের গণমাধ্যমগুলো হয়ত ছাপাতে চাইতো। কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে তারা সেটি করতে পারত না। বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তারেক রহমান। তাকে প্রশ্ন করা হয়েছিল- আমরা এমন একটা সময় আপনার সঙ্গে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না। ২০২৪ সালে একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কথা বলেছেন, নিয়মিতই কথা বলে যাচ্ছেন। কিন্তু গণমাধ্যমের সঙ্গে...