‘নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার প্রস্তুত ও সংরক্ষণ’ সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে। রোববার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করেন। গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এ সংশোধনী আনতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রস্তাব অনুমোদন করে। অধ্যাদেশটিতে নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর (২০০৯-এর) ২টি ধারা সংশোধন করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই অধ্যাদেশের মাধ্যমে এনআইডি ইসির অধীনে আসবে। তবে এ জন্য ২০২৩ সালে করা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আইনটি বাতিল করতে হবে। এর আগে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ প্রণয়ন করেছিল আওয়ামী লীগ...