এক সময় চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। যদিও সময় তাদের আলাদা করে দিয়েছে। প্রাক্তন এই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেল এয়ারপোর্টে। আর সেই মুহূর্তের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে ভিডিওটির একটি মুহূর্ত নেটিজেনদের মন কেড়েছে। ভিডিওতেদেখা যায়, দীপিকা ও রণবীর তাদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। বরাবরের মতো দীপিকা আত্মবিশ্বাসী ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। আর তার পেছনে হাঁটছেন মুগ্ধ রণবীর। এ অভিনেতার ড্রাইভার তার গাড়ির দরজা খুলে দিলেও দীপিকার পেছনে হাঁটতে থাকেন রণবীর। এমনকি নিজের গাড়ি পেরিয়ে চলে যান। অন্যদিকে, দীপিকা নিজের গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন রণবীর হঠাৎ থমকে যান এবং বুঝতে পারেন নিজের ভুল। এরপর ঘুরে দাঁড়িয়ে হেসে ফেলেন এই অভিনেতা। আর এই মুহূর্তটিই ভক্তদের হৃদয় ছুঁয়েছে।আরো পড়ুন:১২০...