প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ হালকা করে দিয়েছে। আর ঐকমত্য কমিশন রাজনীতিবিদদের নিয়ে ব্যস্ত। ইসির কাজ কমিয়ে দিয়েছে কমিশন।’ আজ সোমবার সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপকালে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে সংলাপ। সিইসি নাসির উদ্দিন বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের পরামর্শ অত্যন্ত জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য মিডিয়ার সহযোগিতা জরুরি। গণমাধ্যমকে সচেতনতা তৈরি করতে হবে। গণমাধ্যমের সহায়তায় স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি।’ সিইসি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্য ইসি অনেক কাজ এগিয়ে নিয়েছে।...