
০৬ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের শুভ্র চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে এবং ফুল দিয়ে শিক্ষকমন্ডলীকে সম্মান ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকতার মহান পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আজকের এই দিনটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ।” তিনি শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পেছনে আমাদের শিক্ষকদের...