০৬ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জনে পৌঁছেছে। শতাধিক মানুষ আহত হয়েছেন এবং পাহাড়ি ধস ও সড়ক ক্ষয়ক্ষতির কারণে বহু পর্যটক সেখানে আটকা পড়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয় জেলার বিভিন্ন অংশে তীব্র মানবিক ও যোগাযোগ সংকট তৈরি করেছে। গতকাল রোববার, দার্জিলিংয়ে টানা ১২ ঘণ্টা ধরে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়। পশ্চিম বঙ্গের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে এমন ভারী বর্ষণ জেলাটিতে দেখা যায়নি; সর্বশেষ ১৯৯৮ সালে এত প্রচণ্ড বর্ষণ হয়েছিল। পাহাড়ধসের কারণে মিরিক, সুখিয়াপোখরি, সৌরেনি, আপার দুধিয়া, জসবীরগাঁও ও নাগ্রাকোটা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌরেনির কাছে দারাগাঁওয়ে গভীর রাতে ধস নামে, একটি বাড়ি ধসে যায়। আপার দুধিয়া বা ডাম্ফেডার এলাকায় চার...