ঢাকা: চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে টাইফুন ‘মাতমো’। রোববার (৫ অক্টোবর) প্রদেশটির সুয়েন অঞ্চলে টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়। চীনে এই সময় চলছে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম, আর ঠিক সেই সময়েই আঘাত হানে ঝড়টি, ফলে বিপাকে পড়েন হাজারো মানুষ।দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানা গেছে, টাইফুনের কারণে হাইনান দ্বীপ প্রদেশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যা থেকেই হাইনান প্রদেশে ফেরি চলাচল স্থগিত করা হয়। জনসাধারণের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটে। কিছু এলাকায় ট্রেন ও বাস সেবাও বন্ধ করে দেওয়া হয়।এর আগে টাইফুন ‘মাতমো’ গত সপ্তাহে ফিলিপাইনে প্রবল বৃষ্টি ও বন্যা সৃষ্টি করে। পরে এটি পশ্চিমে অগ্রসর হয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনের উপকূলে আছড়ে পড়ে। শনিবার এটি একটি শক্তিশালী সামুদ্রিক...