০৬ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর মারওয়ান হোসেন বিজয় হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালী। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শাফায়েত হোসেন সৈকত (২০), বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের শহীদুল্লাহ ও শাহিদা আখতারের ছেলে। র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নূর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জের কল্লা মার্কেট এলাকায় কিশোর বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের বোন শাহানাজ আক্তার সুবর্ণা এ ঘটনায়...