ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ২১ নির্বাচনী এলাকার মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের শক্ত অবস্থান এখন প্রায় সব এলাকায়। বিএনপিতে প্রার্থী নির্বাচনে ভুল কিংবা কতিপয় নেতার সমর্থকদের কারণে ভোটারদের আস্থা ফেরানো না গেলে ধানের শীষের জয় পাওয়া কঠিন হবে। দলের কিছু নেতাও বিষয়টি অকপটে স্বীকার করেছেন। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের প্রশ্নে ক্লিন ইমেজ আর দলের দুর্দিনের ত্যাগী, নির্যাতিত ও কারাবরণকারী নেতাদের সঠিক মূল্যায়ন করা হলে ভোটারদের আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি যাদের কারণে দলের আস্থা হারাচ্ছে ভোটাররা, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের প্রবেশদ্বার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপিতে এবারও আলোচনার শীর্ষে রয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের...