ভারতের রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে নারীসহ আটজন গুরুতর রোগী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ঢাকড় জানিয়েছেন, নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন সংরক্ষণাগার থেকে শুরু হয়ে পুরো ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আইসিইউ যন্ত্রপাতি, নথিপত্র, রক্তের নমুনাসহ অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। হাসপাতালের ওয়ার্ড বয় বিকাশ বলেন, “আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা রোগীদের বাঁচানোর চেষ্টা করি। তিন থেকে চারজনকে বের করতে পেরেছিলাম, কিন্তু আগুন তীব্র হওয়ায় বাকি রোগীদের উদ্ধার করা সম্ভব হয়নি।” নিহতদের মধ্যে রয়েছেন পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা),...