নিজস্ব প্রতিবেদক : দেশের প্রচলিত আইন অনুযায়ী কেউ রাজনীতি করলে, তাতে বিএনপির কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং আইন অনুযায়ী যার রাজনৈতিক অধিকার আছে, সে রাজনীতি করতেই পারে। স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দলীয় ভেতরে ও বাইরে যে আলোচনা রয়েছে, সে প্রসঙ্গে তারেক রহমান বলেন,“যারা ১৯৭১ সালে বিতর্কিত ভূমিকা রেখেছে, তার দায় তাদেরই নিতে হবে। আমি আমার দায়িত্বের জবাব দিতে পারি, অন্য কারও পক্ষে নয়।” তিনি বলেন,“যেভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে গুম, খুন, লুটপাটে যুক্তরা জবাবদিহির মুখে পড়েছে, তেমনি অতীতের বিতর্কিত রাজনৈতিক শক্তিগুলোকেও নিজেদের ভূমিকায় জবাবদিহি করতে হবে।” তারেক রহমান বলেন,“একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিকভাবে আমার ইচ্ছা থাকবে—যখন একটি...