বিগত দেড়-দুই মাস ধরে চরম অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। একের পর এক রেকর্ড হচ্ছে সোনার দামে। এ ধারবাহিকতায় এবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়ে গেছে ৩ হাজার ৯০০ ডলার। বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এ প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সোনার দাম পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। ধারণা করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাজারে ভরি প্রতি দুই লাখ টাকা ছুঁতে যাচ্ছে সোনার দাম। মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দ্রুতই দুই লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে মূল্যবান ধাতুটি। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে। তবে, গত দেড় মাসে মূল্যবৃদ্ধির পালে নতুন হাওয়া লেগেছে। এই দেড় মাসের ব্যবধানে...