এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচে রানের মুখ দেখেননি জাকের আলি অনিক। টানা ব্যর্থতায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই টাইগার অধিনায়ক।সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের নানা পরিসরেই এখন আলোচনায় জাকেরের নাম। তবে নিজের সমালোচনা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন জাকের, ‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কিছু বলার নেই। ’ ব্যক্তিগত পারফরম্যান্সের বদলে দলীয় প্রচেষ্টাকেই সাফল্যের কৃতিত্ব দেন এই অধিনায়ক। জাকের বলেন, ‘প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, আমি ম্যাচ জিতাইনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জিতেছি। এখানে আমাকে আলাদা করে ক্রেডিট দেওয়ার কিছু নেই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেটি সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। লিটনদা ছিল না, উনার অনুপস্থিতিতে আমি দায়িত্বটা পালন করেছি। আসল কৃতিত্ব প্লেয়ারদের, তারা...