আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বেশি বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের নিয়ে ম্যাচ হয়েছে বাংলাদেশ সময় আজ সকালে। দেশটির শীর্ষ লিগের সেই ম্যাচে শক্তিশালী রিভার প্লেটকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আনহেল ডি মারিয়ার রোজারিও সেন্টাল। এই ম্যাচের সবচে উজ্জল পারফরমার ছিলেন ডি মারিয়া। ম্যাচ শেষে অভিজ্ঞ ফরোয়ার্ড জানালেন নিজের অনুভূতি ও আর্জেন্টিনায় ফেরার পর যাত্রার মূল্যায়ন, 'আমি ফিরে এসেছি এই ধরনের ম্যাচ খেলতে,” স্বীকার করেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া। তিনি যোগ করেন, “দল যেভাবে এগোচ্ছে তাতে আমি খুশি।” এই ম্যাচে ডি মারিয়া ছাড়াও আর্জেন্টিনার বিশ্বকাপজয় দলের অনেকে অংশ নিয়েছেন। কাতার বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার মার্কোস আকুনা খেলেছেন রিভার প্লেটে, তাকে নিয়ে খুনসুটি হয়েছে ডি মারিয়ার, 'আকুনাকে বলছিলাম তুমি তো ফাউলটা অভিনয় করেছো। সে বলল না অভিনয় করেনি। আমি বিশ্বাস করলাম। ওকে দেখে ভালো লাগল। লুকাস মার্তিনেজ,...