প্রশ্ন:দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়? এক টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হলে কি বিয়ে শুদ্ধ হয়? উত্তর:ইসলামি শরিয়ত অনুযায়ী দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হলো ১০ দিরহাম, যা ৩০.৬১৮ গ্রাম খাঁটি রুপার সমতুল্য। বিয়ের সময় রুপার বাজারমূল্যের ভিত্তিতে এই পরিমাণ রুপার দাম যত টাকা হবে, সেটিই টাকায় দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হিসেবে গণ্য হবে। বিয়েতে এই পরিমাণ অর্থাৎ দশ দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণ করা বৈধ নয়। তাই এক টাকা বা এর চেয়ে কম যে কোনো পরিমাণ দেনমোহর নির্ধারণ করা শরিয়তসম্মত হবে না, এমন কি স্ত্রী মেনে নিলেও তা গ্রহণযোগ্য নয়। যদি কোনো বিয়ে এক টাকা বা দশ দিরহামের চেয়ে কম যে কোনো পরিমাণ দেনমোহর উল্লেখ করে পড়ানো হয়, তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। কিন্তু শরিয়তের বিধান অনুযায়ী স্বামীর ওপর দেনমোহর হিসেবে...