উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা তিন দিনের ভারী বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখন কিছুটা কমে বিপৎসীমার নিচে নেমেছে। তবে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। রবিবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে ছিল। সোমবার সকাল ৬টায় তা কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সকাল ৯টায় ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। এতে লালমনিরহাটের পাঁচটি উপজেলা— পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার...