ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী। যদিও ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরাইলি বিমানবাহিনী। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরাইলি সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে। এতে আরও বলা হয়,ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী সরকার আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের খবরও জানিয়েছে। আরও পড়ুনআরও পড়ুনদোহায় ইসরাইলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা ইসরাইলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর আগে গত মাসে, ইয়েমেনি ড্রোন হামলায় ওই পর্যটন নগরীতে ২০ জনের বেশি মানুষ আহত হন।...