০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম নিজেদের চিরচেনা ফুটবলের ধারেকাছেও যেতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে ব্রেন্টফোর্ডের মাঠে ঠিকই জালের দেখা পেয়েছেন আর্লিং হলান্ড। সেই সুবাদে জয়ে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দলও। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জেতে সিটি। সাত মাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে থাকা দলটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথ। ম্যাচের নবম মিনিটেই দলের দ্বিতীয় ও নিজের প্রথম সুযোগেই সাফল্য পান হলান্ড। মাঝমাঠের কাছ থেকে ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের বাধার মুখে দারুণভাবে নিয়ন্ত্রণে রেখে, ডি-বক্সে ডান পায়ের...