০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের নাস্তানাবুধ হওয়ার খবর এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। এর মাঝেই এবার নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে বিধ্বস্ত হলো পাকিস্তানের মেয়েরা। প্রতিযোগিতার ষষ্ঠ ম্যাচে রোববার পাকিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে একক আধিপত্য ধরে রেখে ১২ ম্যাচের সবকটি জিতল ভারতের মেয়েরা। এর পাঁচটি বিশ্বকাপে। আসরে প্রথম দুই ম্যাচেই হারল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু হয়েছিল তাদের অভিযান। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়। এশিয়া কাপের মতো এই ম্যাচেও টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। মাঠের লড়াইও হলো একতরফা। হাইভোল্টেজ ম্যাচটি জমেনি একটুও। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে...