গোলের নেশা আর্লিং হলান্ডের নতুন কিছু নয়। রেকর্ড তো গড়ে ফেলেছেন কতই। কিন্তু তার নিজের সেই মানদণ্ডেও চলতি মৌসুমের শুরুটা হয়েছে অবিশ্বাস্য। মাঠে এমন পারফরম্যান্সে ফুটে উঠছে মূলত তার ভেতরের ছবিটাই। অসাধারণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড বলছেন, জীবনে এত ভালো সময় আগে কাটেনি তার। হলান্ডের গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে জয় পায় ম্যানচেস্টার সিটি। এই নিয়ে চলতি লিগে তার ৯ গোল হয়ে গেল ৭ ম্যাচেই। ৬টির বেশি গোল করতে পারেননি আর কেউ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের পরিসংখ্যান চোখধাঁধানো। ১৮টি গোল এর মধ্যেই করে ফেলেছেন স্রেফ ১১ ম্যাচ খেলেই। এর মধ্যে গোল করেছেন টানা ৯ ম্যাচে, তার ক্যারিয়ারে যা টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি। ব্রেন্টফোর্ডে জয়ের পর হলান্ড বললেন, শারীরিক ও মানসিক প্রস্তুতিই তাকে এমন...