শারীরিক অসুস্থতার জন্য ২০১৭ সালে হতাশ হয়ে পড়েন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় কিডনি প্রতিস্থাপনও করতে হয় ‘ব্যাড লায়ার’ খ্যাত শিল্পীকে। সেলেনাকে কিডনি দান করেন তারই ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা। সম্প্রতি সেলেনার বিয়েতে দেখা যায়নি তাকে। ফ্রান্সিয়া রাইসা হঠাৎ করে তার প্রিয় বান্ধবী সেলেনা গোমেজের অকৃতজ্ঞতার সমালোচনা করে একটি পোস্ট করেছেন। তার খুব কাছের বন্ধু যিনি সেলেনাকে তার জীবন বাঁচাতে কিডনি দান করেছিলেন, কিন্তু বিয়েতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ফ্রান্সিয়া রাইসা একজন বিখ্যাত হলিউড অভিনেত্রী। আবেগঘন পোস্টে, ফ্রান্সিয়া রাইসা বলেন, “আমি কখনও ভাবিনি যে আমার সাথে এমন আচরণ করা হবে, এমনকি সম্প্রতি সেলেনার জন্য আমি যা করেছি তার পরেও। সবাই সেখানে ছিল, কেবল সেই ব্যক্তি ছাড়া যিনি তাকে বাঁচাতে একটি কিডনি দান করেছিলেন। এটি হৃদয়বিদারক...