তিনি জানান, ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলটির পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনে ছিলেন। আরো পড়ুন :গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল সরকারি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার অভিযানে এ পর্যন্ত নিহত ৪৫ জন এবং আহত ১০৪ জনকে শনাক্ত করা গেছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার দুপুরে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্তরের স্কুল, যেখানে ভবন ধসের সময় কয়েক শ’ কিশোর শিক্ষার্থী অবস্থান করছিল। শিক্ষকরা জানান, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য ভবনের ছাদে নতুন তলা নির্মাণকাজ...