বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ইলন মাস্ক নানা পরিচয়ে পরিচিত। একাধারে মাস্ক একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, যিনি নানা সময়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে সামনে এসেছেন। অনলাইনে আর্থিক লেনদেন কোম্পানি পেপাল দিয়ে নিজের ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন মাস্ক এবং ২০১৫ সালে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা হন তিনি। তবে ২০১৮ সালে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ ছাড়েন মাস্ক। পথে অনেক ব্যর্থতা থাকলেও প্রচুর সাফল্য অর্জন করেছেন তিনি, যা আর্থিক বিচারে তাকে নিয়ে গেছে সাফল্যের একেবারে শীর্ষে। কয়েকটি কোম্পানি বিক্রি বা ছেড়ে দেওয়ার পর বর্তমানে সাতটি কোম্পানি তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। আসুন দেখে নেওয়া যাক তালিকাটি– মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার জন্য সবেচেয়ে বেশি পরিচিত মাস্ক। তবে এক সময় এ কোম্পানিটিই...