সামরিক প্রদর্শনীতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার এই সামরিক প্রদর্শনী পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা। যুদ্ধজাহাজে কিমকে স্বাগত জানান নৌ কর্মকর্তারা প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’ পরিদর্শন করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দেশটির ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শন করা হয়। এ সময় কিম জং উন দেশের আধুনিক সামরিক সক্ষমতার ওপর জোর দেন। এ সময় উত্তর কোরিয়ার বর্তমান সামরিক সক্ষমতার প্রশংসা করেন কিম। সেই সঙ্গে নৌবাহিনীকে শত্রুর উসকানির ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান। এর আগে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের জবাবে উত্তর কোরিয়া ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে বলে জানান কিম জং উন। পিয়ংইয়ংয়ে...