জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে, তখন জনগণের মধ্যেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি পুরো সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। দেশে ফেরা নিয়ে বিবিসি বাংলার করা এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশা আল্লাহ দ্রুতই ফিরে আসব।’ নির্বাচনের আগে দেশে...