লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ রক্ষণে অবদান রাখতে পারছেন না। বিষয়টি বেশ ছোট হলেও তা দলের জন্য গুরুত্বপূর্ণ সমস্যায় পরিণত হচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষক ড্যানি মারফি। বিশেষ করে বড় দলের বিপক্ষে এই ঘাটতি আরও বেশি চোখে পড়ছে। কোচ আর্নে স্লট হয়তো সালাহকে রক্ষণে মনোযোগ দিতে বলেননি, কারণ আক্রমণে থেকেই তিনি বিশ্বের অন্যতম সেরা গোলদাতা হয়েছেন। তবে সমস্যা হচ্ছে, তার পেছনের খেলোয়াড়রা সঠিকভাবে কভার করতে পারছেন না। এর ফলে ডান প্রান্তে জেরেমি ফ্রিমপং, কনর ব্র্যাডলি বা ডমিনিক সোবোস্লাই- যারাই খেলছেন, সবাই পড়েছেন এই সমস্যায়। বিশ্লেষকদের মতে, চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই দুর্বলতাই নির্ণায়ক হয়ে দাঁড়ায়, যা থেকে আসে জয়সূচক গোল। আশঙ্কা করা হচ্ছে, অন্য দলগুলোও এখন এই ফাঁকফোকরকে কাজে লাগাতে পারে। বিবিসি স্পোর্টসে ড্যানি মারফি লিখেছেন, স্লট ইচ্ছে করেই...