দেশের বাইরে পুরুষ ও নারী ক্রিকেট দল খেলছে। দেশের পতাকা উঁচিয়ে ধরার চেষ্টা করছে। আর ঢাকায় ক্রিকেট সংগঠকরা বিসিবির মসনদে বসতে ব্যস্ত। ক্রিকেট সংগঠকদের নজর ছিল বিসিবির নির্বাচনে। খেলার খবর রাখার সময় নেই। সবাই বিসিবির চেয়ারে বসার দৌড়ে ব্যস্ত। ক্ষমতায় আসতে চান। গত কয়েকটি মাস বিসিবির নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ হয়ে গেছে। নির্বাচনের দৌড় আদালত পর্যন্ত গড়িয়েছিল। অবশেষে আলোচিত নির্বাচন আজ ৬ অক্টোবর। এবারের মতো বিসিবির নির্বাচন আর কখনো আলোচিত ছিল না বা সমালোচিতও ছিল না। নানা ঘটনার জন্ম দিয়েছে এবারের বোর্ডের নির্বাচন। ক্রিকেট প্রিয় সাধারণ মানুষের মুখে একটা কথা প্রায় শোনা গেছে, কী এত আকর্ষণ ওখানে। নির্বাচন করে সবাই ক্রিকেটকে বাঁচাতে চায়। আরও ওপরে নিয়ে যেতে চায়। আদালত, পালটা আদালত, সংবাদ সম্মেলন, পালটা সম্মেলন। কী না হয়েছে। সবাই ক্রিকেট উন্নয়নের...