বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে যে নাটকের পর নাটক চলছে, সেটার অবসান হতে যাচ্ছে আজ। আলোচনা-সমালোচনা, পাল্টাপাল্টি অভিযোগ, নির্বাচন বয়কট, ক্রিকেট ছাড়ার হুমকি- কী ছিল না সেই নাটকে। এতসব বিতর্কের মধ্যেও আজ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব যাবে নতুন বোর্ড সদস্যদের হাতে। তা এই বিসিবি নির্বাচন কীভাবে হয়? এখানে কারা ভোট দেন? কতদিন পরপর ভোট হয়? কতজন পরিচালন নির্বাচিত হন? কীভাবে হন? এমন অনেক প্রশ্ন মনে আসা অস্বাভাবিক নয়। এক নজরে সেসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। বিসিবির গঠনতন্ত্র ২০১৭ এর তৃতীয় অধ্যায়ের ১৫ অনুচ্ছেদ অনুসারে, পরিচালনা পর্ষদের কার্যকাল চার বছর। সে হিসেবে নির্বাচনও হয় প্রতি চার বছর পর পর। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ তে উল্লেখ আছে, বিসিবির যাবতীয় কার্যাদি সম্পাদনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ...