গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনার আগমুহূর্তে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন আশ্রয়প্রার্থীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার ভিত্তিতে ইসরায়েল ও হামাস সোমবার (৬ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখে পরোক্ষ আলোচনায় বসছে। হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হাইয়া। আলোচনায় যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ও বন্দী বিনিময় প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রন ডার্মারের নেতৃত্বে তাদের আলোচক দলও সোমবার মিশরে পৌঁছাবে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, এই সপ্তাহেই অবশিষ্ট বন্দীদের মুক্তির চুক্তি ঘোষণা হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তিনি বলেছেন, ‘প্রথম ধাপটি এই সপ্তাহেই সম্পন্ন হতে পারে। সবাইকে দ্রুত এগিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’ তবে তার আহ্বান সত্ত্বেও...